আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসার ক্লাস অনলাইনে, ফরম পূরণ চলবে


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ণ /
আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদ্রাসার ক্লাস অনলাইনে, ফরম পূরণ চলবে
0Shares

প্রবহমান তীব্র তাপদাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সকল অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসাকে সশরীরে ক্লাস বন্ধ রেখে অনলাইন ক্লাস চালুর নির্দেশনা দেয়া হয়েছে।

রবিবার এ সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম কর্তৃক জারিকৃত এক নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

এতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরামর্শক্রমে রবিবার থেকে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত সকল ফাজিল ও কামিল মাদ্রাসার ক্লাসসমূহ বন্ধ থাকবে।

তবে শিক্ষার্থীদের ভর্তিসহ ফরম পূরণ ও যাবতীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য মাদ্রাসার অফিসসমূহ খোলা থাকবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

এছাড়াও এ সময়ের মধ্যে শিক্ষার্থীসহ সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিচের স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার জন্য পরামর্শ দেয়া হয়।

এসব সতর্কতার মধ্যে রয়েছে- দিনের বেলায় যথা সম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকা, প্রয়োজনে বের হলে রোদ এড়িয়ে এবং ছাতা, টুপি/ক্যাপ ব্যবহার করা; প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি/লেবুর শরবত পান করা; ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয় সেদিকে খেয়াল রাখা; বেশি অসুস্থতা বোধ হলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেয়া।

0Shares