কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৪, ৮:১৬ পূর্বাহ্ণ /
কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
0Shares

দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২ এপ্রিল) কৃষি গুচ্ছের উপাচার্যদের সভায় ভর্তি পরীক্ষার এ তারিখ নির্ধারণ করা হয়। এর আগে ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের প্রথম সভায় ১৩ জুলাই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

এ বিষয়ে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা এক সপ্তাহ পেছানো হয়েছে। ভর্তি আবেদন শুরু এবং শেষের তারিখ ছাড়াও বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়েও আজ চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

গেল বছরগুলোতে ৮টি বিশ্ববিদ্যালয় নিয়ে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার নতুন করে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন পাওয়া কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ও এ গুচ্ছে যুক্ত হয়েছে।

কৃষি গুচ্ছে থাকা ৯ টি বিশ্ববিদ্যালয়ের তালিকা :

১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

২. শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়

৩. শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

৪. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

৫. চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সাইন্স ইউনিভার্সিটি

৬. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়

৭. পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৮. হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়

৯. কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

0Shares