জিএসটি গুচ্ছের বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, বিস্তারিত দেখুন


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৪, ৩:৫১ অপরাহ্ণ /
জিএসটি গুচ্ছের বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, বিস্তারিত দেখুন
0Shares

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছের ‘এ’ ইউনিটের পরীক্ষার ফলাফল আজ মঙ্গলবার বিকেলে (৩০ এপ্রিল) প্রকাশ করা হয়েছে। গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির বলেছে, শিক্ষার্থীরা তাঁদের আইডি লগইন করে ফলাফল জানতে পারবেন।

গত ২৭ এপ্রিল এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জিএসটিভুক্ত ভর্তি পরীক্ষার আসনবিন্যাস, ফলাফলসহ অন্য সব তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।

ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের যাতায়াত, থাকা-খাওয়াসহ বিভিন্ন দুর্দশা লাঘবে চতুর্থবারের মতো তিনটি ইউনিটে জিএসটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ২৭ এপ্রিল এ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে আবেদনকৃত শিক্ষার্থীদের দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে এ পরীক্ষা শুরু হলো। একই দিন আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষাটি বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এ বছর এ ইউনিটে ১ লাখ ৭০ হাজার ৫৯৯ জন পরীক্ষার্থী আবেদন করেন। তবে পরীক্ষায় তাঁদের গড় উপস্থিতি ছিল ৯০ শতাংশের ওপরে।

জিএসটির ওয়েবসাইটে জানানো হয়েছে, আগামী ৩ মে বি ইউনিটে মানবিক ও ১০ মে সি ইউনিটে বাণিজ্য বিভাগ থেকে আবেদনকৃত শিক্ষার্থীদের বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষাসংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ২৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বি ইউনিটে ৯৪ হাজার ৬৩১ জন এবং সি ইউনিটে ৪০ হাজার ১১৬ জন আবেদন করেছেন।

জিএসটি গুচ্ছের বিজ্ঞান ইউনিটের ফল দেখতে ক্লিক করুন এখানে 

0Shares