ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্সের সুযোগ


Shikkha Songbad প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৪, ৬:৪৮ অপরাহ্ণ /
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্সের সুযোগ
0Shares

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধীনে ২০২২-২৩ শিক্ষাবর্ষে রেগুলার এমএসসি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।

প্রোগ্রামের বৈশিষ্ট্য:

রেগুলার এমএসসি ইন সিএসই প্রোগ্রাম

৩৬ ক্রেডিটের তিন সেমিস্টার তথা দেড় বছরের প্রোগ্রাম

ওপেন ক্রেডিট সিস্টেম

সব ক্লাস রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত।

আবেদনের যোগ্যতা:

সিএসই, সিএস, সিই, আইটি, ইইই, ইসিই, ইটিই, এসই, গণিত, পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান–সম্পর্কিত বিষয়ে ব্যাচেলর অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।

ব্যাচেলরে ন্যূনতম সিজিপিএ-৩.২৫ (৪.০০–এর মধ্যে) অথবা সমমানের স্কোর থাকতে হবে

এসএসসি ও এইচএসসির প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ-৩.৫০ করে মোট ৮.০০ থাকতে হবে।

শিক্ষাজীবনের কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ অথবা সিজিপিএ-২.৫০ এর নিচে হতে পারবে না।

মার্চ ৩০, ২০২৪-এর পূর্বে ব্যাচেলর ডিগ্রি অর্জন করে থাকলে আবেদন করতে পারবে।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

আবেদন শুরু: ২৩ এপ্রিল ২০২৪

আবেদন শেষ: ২০ মে ২০২৪

প্রবেশপত্র: ২২ মে ২০২৪

ভর্তি পরীক্ষা: ২৪ মে ২০২৪

পরীক্ষার ফল প্রকাশ: ২৮ মে ২০২৪

যোগাযোগদক্ষতার পরীক্ষা: ১ জুন ২০২৪

চূড়ান্ত ফল প্রকাশ: ৪ জুন ২০২৪

ভর্তি কার্যক্রম: ৯ থেকে ১২ জুন ২০২৪

ক্লাস শুরু: জুলাই ২০২৪-এর দ্বিতীয় সপ্তাহ

আবেদন ফি: ২৫০০ টাকা।

দুই ধাপে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। প্রথমটিতে ৫০টি বহুনির্বাচনী প্রশ্নের ওপর ১৫০ নম্বরের ১২০ মিনিটের পরীক্ষা হবে। দ্বিতীয় ধাপে যোগাযোগের দক্ষতা পরীক্ষা করা হবে, যেখানে ৩০ মিনিটের ১৫ নম্বরের লিখিত ও ১৫ মিনিটের ১০ নম্বরের সাক্ষাৎকার থাকবে।

অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন: msadmission.cse.du.ac.bd

যোগাযোগের জন্য ই-মেইল: msadmission@cse.du.ac.bd

গুরুত্বপূর্ণ নাম্বার: ০১৭২৮৬৩৬৯০৮, ০২–২২৬৬৮৩০২৯

0Shares