বিদেশগামী শিক্ষার্থীদের টিকার আবেদনের সময় ২৬ আগস্ট পর্যন্ত বৃদ্ধি


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : আগস্ট ১৬, ২০২১, ৮:২৩ অপরাহ্ণ / ৩২৪
বিদেশগামী শিক্ষার্থীদের টিকার আবেদনের সময় ২৬ আগস্ট পর্যন্ত বৃদ্ধি
0Shares
বিদেশে পড়ুয়া ও গমনে ইচ্ছুক শিক্ষার্থীদের করোনা টিকা গ্রহণের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। যা ১৭ আগস্ট থেকে বাড়িয়ে করা হয়েছে ২৬ আগস্ট পর্যন্ত।

সোমবার (১৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, বিদেশ অধ্যয়নরত ও গমনে ইচ্ছুক শিক্ষার্থীদের টিকা নিশ্চিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্র অনুযায়ী আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। টিকা গ্রহণের আবেদনের সময় বাড়িয়ে ২৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত করা হয়েছে।

এছাড়া টিকার আবেদনের জন্য বিদেশগামী শিক্ষার্থীদের পাসপোর্ট, ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে), বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির চূড়ান্ত অনুমোদনের চিঠি, ছাত্রত্ব প্রমাণের সনদ বা পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজ স্ক্যান করে পিডিএফ ফাইলে মেইলে পাঠাতে বলা হয়েছে। মেইল ঠিকানা হলো-vaccine.coronacell@mofa.gov.bd

0Shares