সংযুক্ত আরব আমিরাতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৩, ২:৪৫ অপরাহ্ণ /
সংযুক্ত আরব আমিরাতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু
0Shares
সংযুক্ত আরব আমিরাতে চালু হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ. ফ. ম. মেজবাহ উদ্দিন বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।তিনি জানান, বাউবির ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইংয়ের উদ্যোগে বুধবার বিকেলে বাউবি এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে এক অনলাইন মতবিনিময় সভায় সংযুক্ত আরব আমিরাতে বাউবির নিশ-২ শিক্ষাকার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়। বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার সভাপতি হিসেবে অনলাইনে সংযুক্ত থেকে বহি:বাংলাদেশ নিশ-২ শিক্ষা কার্যক্রমের এই উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মো: আবু জাফর। সংযুক্ত আরব আমিরাতের ডেপুটি চীফ অব মিশন মো: মিজানুর রহমান বলেন বাউবির এই প্রোগ্রাম সময়োপযোগী। তিনি শিক্ষার গুণগত মান বজায় রাখার কথা উল্লেখ করেন এবং একটি টার্গেট গ্রুপ খুজে বের করে তাদের চাহিদা মাফিক প্রোগ্রাম/কোর্স চালুর কথা উল্লেখ করেন। বিশেষ অতিথি হিসেবে বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বক্তব্য রাখেন।
ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইং এর যুগ্ম-পরিচালক এমএস সঙ্গীতা মোরশেদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাউবির ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন এবং সামজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম। জুম ওয়েবিনারে দুবাই ও উত্তর আমিরাতর ডেপুটি কনসাল জেনারেল মো: শাহেদুল ইসলাম, কমার্শিয়াল  কাউসেলর কামরূল হাসান, কাউসেলর (শ্রম) মো: আবদুস সালাম. প্রথম সচিব (ইসিটি) মো: শাহরিয়ার আলম, প্রথম সচিব (পাসপোর্ট) মো: কাজী ফয়সাল, প্রথম সচিব (প্রেস) মো: আরিফুর রহমান,  প্রথম সচিব (শ্রম) শাহনাজ পারভীন, প্রথম সচিব (এনআইডি ও স্পোর্টস) মো: বদরূল আলম, দ্বিতিীয সচিব (এইচওসি) মানিক রঞ্জন বড়ুয়া, দ্বিতিীয সচিব (প্রটোকল) মো: সাজ্জাদ জহির, বাউবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সংযুক্ত আরব আমিরাতের রেমিটেন্স যোদ্ধারা সংযুক্ত ছিলেন।
0Shares