ছয় দেশে প্রবাসীদের বাউবির বিএ/বিএসএস প্রোগ্রামে ভর্তি চলছে


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৪, ৮:৪৫ অপরাহ্ণ /
ছয় দেশে প্রবাসীদের বাউবির বিএ/বিএসএস প্রোগ্রামে ভর্তি চলছে
0Shares

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসএইচএল স্কুল পরিচালিত বহিঃবাংলাদেশ (নিশ-২) বিএ এবং বিএসএস প্রোগ্রামে ২০২৪ ব্যাচে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

সৌদি আরব, কাতার, কুয়েত, ইতালি, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বা বসবাসরত বাংলাদেশি অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহী ব্যক্তিদের সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বিএ ও বিএসএস প্রোগ্রামে ভর্তি করা হবে।

ভর্তির আবেদন ও ভর্তির প্রক্রিয়া শেষ করার তারিখ: ৩০ মার্চ ২০২৪ পর্যন্ত।

ক্লাস শুরুর সময়:

এপ্রিল, ২০২৪।

রেজিস্ট্রেশনের মেয়াদ:

বহিঃবাংলাদেশ (নিশ-২) বিএ বা বিএসএস প্রোগ্রামের মেয়াদ ৩ বছর এবং ৬ সেমিস্টার, প্রতি সেমিস্টারের সময়কাল ৬ মাস। একজন শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ ৫ শিক্ষাবর্ষ পর্যন্ত বহাল থাকবে।

ভর্তির যোগ্যতা :

আবেদনকারীকে অবশ্যই এইচএসসি/আলিম/এ-লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলাদেশের নাগরিক হিসেবে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত বা ইতালি অথবা দক্ষিণ কোরিয়ার অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র :

ভর্তির আবেদন অনলাইনে পূরণ করার সময় নিচের কাগজপত্র প্রস্তুত থাকতে হবে:

১. প্রার্থীর সম্প্রতি তোলা ছবির (300×300 Pixel) স্ক্যান কপি,

২. স্বাক্ষরের (300×100 Pixel) স্ক্যান কপি,

৩. এসএসসি বা সমমানের পরীক্ষার সনদ ও নম্বরপত্রের স্ক্যান কপি,

৪. এইচএসসি বা সমমানের পরীক্ষার সনদ ও নম্বরপত্রের স্ক্যান কপি,

৫. জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড/জন্মনিবন্ধন সার্টিফিকেটের স্ক্যান কপি,

৬. পাসপোর্টের স্ক্যান কপি,

৭. বসবাসের অনুমতি কার্ডের স্ক্যান কপি,

৮. ভর্তি ফি জমার স্ক্যান কপি।

ভর্তির ফি :

  • প্রথম বর্ষ: ১ম সেমিস্টার ১৩৫ + ২য় সেমিস্টার ১১৫ = ২৫০ মার্কিন ডলার।
  • দ্বিতীয় বর্ষ: ৩য় সেমিস্টার ১০০ + ৪র্থ সেমিস্টার ৯০ = ১৯০ মার্কিন ডলার।
  • তৃতীয় বর্ষ: ৫ম সেমিস্টার ৯৫ + ৬ষ্ঠ সেমিস্টার ১২৫ = ২২০ মার্কিন ডলার।
  • প্রথম বর্ষে ভর্তির সময় প্রথম বর্ষের নির্ধারিত ফি, দ্বিতীয় বর্ষে ভর্তির সময় দ্বিতীয় বর্ষের নির্ধারিত ফি এবং তৃতীয় বর্ষে ভর্তির সময় তৃতীয় বর্ষের নির্ধারিত ফি জমা প্রদান করতে হবে।

ভর্তির প্রক্রিয়া :

  • সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ-দূতাবাসের ওয়েবসাইট বা ফেসবুক পেজে দেওয়া নির্দেশনা মোতাবেক প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারের ভর্তি ফি বাবদ ২৫০ মার্কিন ডলার জমা প্রদান করে অনলাইনে আবেদন
  • আবেদন ফরমটি ডাউনলোড করে প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্র এবং ভর্তি ফি জমার প্রমাণ সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসে জমা দিয়ে ভর্তির প্রক্রিয়া শেষ করতে হবে।
  • প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা একত্রে প্রথম বর্ষে অনুষ্ঠিত হবে, তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা একত্রে দ্বিতীয় বর্ষে অনুষ্ঠিত হবে এবং পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা একত্রে তৃতীয় বর্ষে অনুষ্ঠিত হবে।

জেনে রাখুন :

১. সংশ্লিষ্ট দেশের সাপ্তাহিক ছুটির দিনে অনলাইনে টিউটোরিয়াল ক্লাস (প্রতি কোর্সে আটটি) এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ জন্য শিক্ষার্থীর ইন্টারনেট সংযোগসহ প্রয়োজনীয় ডিভাইস থাকতে হবে।

২. শিক্ষার্থীরা প্রধানত ই-বুক ব্যবহার করবেন। তবে IAPWএর সঙ্গে যোগাযোগ করে কেউ ইচ্ছা করলে ব্যক্তিগত উদ্যোগে মুদ্রিত বই (বিনা মূল্যে) সংগ্রহ করতে পারবেন।

ই-বুকের জন্য ভিজিট করুন: ebookbou.edu.bd/ba_bss.php

যোগাযোগ :

১. বাংলাদেশ দূতাবাস: সৌদি আরব, কাতার, কুয়েত, ইতালি, দক্ষিণ কোরিয়া বা সংযুক্ত আরব আমিরাত।

২. ডিন, এসএসএইচএল স্কুল, বাউবি: bousshl2019@bou.ac.bd

৩. ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইং, বাউবি: iapw@bou.ac.bd

বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: iapw.bou.ac.bd অথবা bou.ac.bd

0Shares