ঢাবির দুই ইউনিটের ভর্তি পরীক্ষার নিরীক্ষণের ফল প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : এপ্রিল ২৫, ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ণ /
ঢাবির দুই ইউনিটের ভর্তি পরীক্ষার নিরীক্ষণের ফল প্রকাশ
0Shares

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার দু’টি ইউনিটের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ ফল দেখা যাবে। গত ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত এ আবেদন করার সুযোগ পান ভর্তিচ্ছুরা।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার পুনঃনিরীক্ষার ফলাফল ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা নির্ধারিত ওয়েব সাইটে লগইন করে তাদের ফলাফল দেখতে পাবে। আলাদা বিজ্ঞপ্তিতে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশের কথাও জানানো হয়েছে।

যে সব প্রার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে, তারা পরিবর্তিত ফলাফল এবং যাদের ফলাফল পরিবর্তন হনি তারা পূর্বের অপরিবর্তিত ফলাফল দেখতে পাবে। তবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিইচ্ছুক সকল প্রার্থীকে নির্ধারিত তারিখের মধ্যে বিষয় পছন্দক্রম ও তথ্য ফরম অনলাইনে পূরণ করে প্রিন্ট কপি নিজের কাছে রাখতে হবে।

গত ২৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফল প্রকাশ শেষে জানানো হয়েছিল, ফলাফল নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট অনুষদের ডিনের অফিসে ১ হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে আগামী ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত অফিস চলাকালীন সময়ে আবেদন করা যাবে।

ভর্তি সংক্রান্ত তথ্য জানতে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটের নোটিশ দেখা যেতে পারে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ জুলাই থেকে শুরু হবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

0Shares