ইউরোপের দেশ আয়ারল্যান্ডে কম খরচে উচ্চশিক্ষার সুযোগ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুলাই ৮, ২০২২, ১২:০০ অপরাহ্ণ / ১৪৮
ইউরোপের দেশ আয়ারল্যান্ডে কম খরচে উচ্চশিক্ষার সুযোগ
0Shares

উচ্চশিক্ষার জন্য বিশ্বজুড়ে চাহিদা রয়েছে আয়ারল্যান্ডের। আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা এবং ইউরোপের দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ডে তুলনামূলক খরচ কম হওয়ায় বিশ্বব্যাপী শিক্ষার্থীদের পছন্দের শীর্ষ তালিকায় রয়েছে এর অবস্থান। কিছু সংস্থা বিদেশি শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ করে দিচ্ছে। যেসব ডিগ্রি অর্জন করা যেতে পারে: ক. ব্যাচেলর ডিগ্রি, খ. হায়ার ডিগ্রি, গ. মাস্টার্স ডিগ্রি এবং ঘ. ডক্টরাল বা পিএইচডি ডিগ্রি।

কোর্সের মেয়াদ :

ব্যাচেলর ডিগ্রি তিন থেকে চার বছরের হয়ে থাকে। তবে ভেটেরিনারি মেডিসিন, আর্কিটেকচার, ডেন্টিস্ট এবং মেডিসিনের ক্ষেত্রে ছয় বছর লাগে। মাস্টার্স ডিগ্রি এক থেকে তিন এবং ডক্টরাল কিংবা পিএইচডি ডিগ্রি তিন থেকে পাঁচ বছর মেয়াদি।

ভর্তির আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় কাগজপত্র :

যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক, সে বিশ্ববিদ্যালয়ের আবেদনপত্র পেতে চাইলে তাদের নিজস্ব্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। সংশ্নিষ্ট বিশ্ববিদ্যালয়ের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে শিক্ষাগত যোগ্যতার কাগজপত্রসহ নম্বরপত্র, আবেদনপত্রের ফি পরিশোধের রসিদ, পাসপোর্টের অনুলিপি, স্পন্সরের কাছ থেকে পাওয়া আর্থিক দায়দায়িত্বের চিঠি এবং পাসপোর্ট আকারের ছবি। উল্লেখ্য, প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই ইংরেজিতে হতে হবে। আবেদন করার পর ভিসা পেতে বছরখানেক সময় লাগে।

0Shares