৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ


Shikkha Songbad প্রকাশের সময় : এপ্রিল ২৩, ২০২৪, ৬:৩৬ অপরাহ্ণ /
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
0Shares

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস ও পরীক্ষা পরিচালনার নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি।

মঙ্গলবার পিএসসির ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

আগামী শুক্রবার ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত একযোগে এই পরীক্ষা হবে।

এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর পাবেন পরীক্ষার্থী, প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

পিএসসি বলছে, সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রার্থীদের হলের নাম ও কক্ষ নম্বর আগেই এসএমএস এর মাধ্যমে মোবাইলে জানানো হবে।

পিএসসি (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকেও পরীক্ষার্থীরা আসনবিন্যাস জানতে পারবেন।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস দেখতে ক্লিক করুন এখানে 

0Shares