সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে প্রাথমিক বিদ্যালয়েও ছুটি


Shikkha Songbad প্রকাশের সময় : জানুয়ারি ১৭, ২০২৪, ৩:২৯ অপরাহ্ণ /
সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে প্রাথমিক বিদ্যালয়েও ছুটি
0Shares

বেশি শীত পড়লে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের মতো দেশের প্রাথমিক বিদ্যালয়েও ছুটি দেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক আদেশ জারি করে বলেছে, যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে।

নির্দেশনায় বলা হয়, দেশের বিভিন্ন জেলায় বর্তমানে তীব্র শৈত্যপ্রবাহ চলমান। শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ জন্য যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণসহ) নেমে যাবে, সেসব জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শীতের তীব্রতা ও স্থানীয় বিবেচনায় সিদ্ধান্ত নিয়ে সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া যাবে।

0Shares