বুয়েট ভর্তি পরীক্ষা আয়োজন কমিটি গঠিত, সভা শীঘ্রই


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৩, ৩:১৯ পূর্বাহ্ণ /
বুয়েট ভর্তি পরীক্ষা আয়োজন কমিটি গঠিত, সভা শীঘ্রই
0Shares

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করাসহ যাবতীয় বিষয় নির্ধারণ করতে কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই এ কমিটি সভা করে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করবে।

বুধবার (১৩ ডিসেম্বর) বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত এ কমিটি গঠন করা হয়।

সভা সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বুয়েট ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান করা হয়েছে সায়েন্স ফ্যাকাল্টির ডিনকে। এছাড়া কমিটিতে প্রতিটি অনুষদের ডিন, বিভাগের প্রধান, রেজিস্ট্রারও রয়েছেন। আগামী সপ্তাহে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

এ বিষয়ে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: ফোরকান উদ্দিন বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে আজ একটি কমিটি গঠন করা হয়েছে।  এই কমিটি সভা করে পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করবে। একাডেমিক কাউন্সিলের সভায় এ কমিটি গঠন করা হয়েছে।

কোন মাসে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. মো: ফোরকান উদ্দিন আরও জানান, এটি এই মুহূর্তে বলা মুশকিল। ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্যরা সভা করে বিষয়টি ঠিক করবেন।

0Shares