প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৪, ৮:২৯ পূর্বাহ্ণ /
প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
0Shares

প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) রাতে প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষার সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

বিভাগভিত্তিক ফলাফল দেখুন নিচে:

১. মেরিট লিস্ট- ক বিভাগ
২. মেরিট লিস্ট- খ বিভাগ
৩. মেরিট লিস্ট- ট্রাইব্যাল/ নৃগোষ্ঠী- ক বিভাগ
৪. মেরিট লিস্ট- ট্রাইব্যাল/ নৃগোষ্ঠী- খ বিভাগ 
৫. মেরিট লিস্ট- চট্টগ্রাম হিল ট্রাক- ক বিভাগ
৬. মেরিট লিস্ট- চট্টগ্রাম হিল ট্রাক- খ বিভাগ

এর আগে রবিবার (৩ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ক গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এবং সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত খ গ্রুপের (ইঞ্জিনিয়ারিং বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের ভর্তি পরীক্ষায় ক গ্রুপে উপস্থিতির হার ছিল ৮০.৩ শতাংশ এবং খ গ্রুপে উপস্থিতির হার ছিল ৭২.৭৩ শতাংশ।

0Shares