হরতালের কারনে বুয়েটের টার্ম ফাইনাল পরীক্ষা পিছিয়েছে


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৩, ৩:৪৭ অপরাহ্ণ /
হরতালের কারনে বুয়েটের টার্ম ফাইনাল পরীক্ষা পিছিয়েছে
0Shares

অনিবার্য কারণ দেখিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আগামী ২৯/১০/২০২৩ তারিখের ২০২৩ টার্ম ফাইনালের পরীক্ষাসমূহ আগামী ৩১/১০/২০২৩ তারিখ একই সময়ে আয়োজন করার কথা জানায়।  আজ শনিবার বুয়েট পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি ও জামায়াত। সমাবেশে পুলিশের হামলা ও গ্রেফতারের প্রতিবাদে এই হরতাল ডেকেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত আগামী ২৯/১০/২০২৩ তারিখের ২০২৩ টার্ম ফাইনালের পরীক্ষাসমূহ আগামী ৩১/১০/২০২৩ তারিখ একই সময়ে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, ৩০/১০/২০২৩ তারিখের পরীক্ষাসমূহ পূর্ব ঘোষিত প্রোগ্রাম অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।

0Shares