বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৪৯৯০ জন


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৪, ২০২১, ১২:৩০ অপরাহ্ণ / ৩৬৮
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৪৯৯০ জন
0Shares

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাসের হার শতকরা ৯৯ দশমিক ৯৯২ ভাগ।

এবার পরীক্ষায় অংশ নেন ৬৪ হাজার ৯৯৫ জন। এরমধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৬৪ হাজার ৯৯০ জন।

উত্তীর্ণদের মধ্যে ৪ জন ‘এ প্লাস’, ৬৯১ জন ‘এ’, ৪ হাজার ৭০২ জন ‘এ মাইনাস’ ১৭ হাজার ১৭৯ জন ‘বি’, ৩৬ হাজার ২৯৩ জন ‘সি’ এবং ৬ হাজার ১২১ জন ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ হয়েছেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৬ হাজার ২২৫ জন ছাত্র এবং ২৮ হাজার ৭৩৫ জন ছাত্রী।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক মো. আবুল কাসেম শিখদার এ তথ্য জানিয়েছেন।

exam.bou.edu.bd ও www.bou.ac.bd ওয়েবসাইটে গিয়ে প্রোগ্রামের নাম এবং স্টুুুডেন্ট আইডি দিয়ে সকল বিষয়ের বিস্তারিত ফলাফল জানা যাবে।

0Shares