
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)’র এসএইচএসএল পরিচালিত তিন বছর মেয়াদি বিএ/ বিএসএস প্রোগ্রাম ২য় থেক ৬ষ্ঠ সেমিস্টার রেজিস্ট্রেশন ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে।
গত ৯ জুলাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসএস বিভাগের পরিচালক ড. আনিস রহমান স্বাক্ষরিত বাউবি ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে, তিন বছর মেয়াদি বিএ/ বিএসএস প্রোগ্রাম ২০২০ ব্যাচ ও তার পূর্ববর্তী ব্যাচ সমুহের ২য় সেমিস্টার, ২০১৯ ব্যাচ ও তার পূর্ববর্তী ব্যাচ সমুহের যথাক্রমে ৩য় ও ৪র্থ সেমিস্টার এবং ২০১৮ ব্যাচ ও তার পূর্ববর্তী ব্যাচ সমুহের ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টার রেজিস্ট্রেশন ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ০২-১১-২০২০ ইং তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশনের টাকা জমা পূর্বক রেজিস্ট্রেশন ফরম পূরণ করার সুযোগ রয়েছে।
গত ৩১ জুলাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসএস বিভাগের পরিচালক ড. আনিস রহমান স্বাক্ষরিত বাউবি ওয়েবসাইটে প্রকাশিত আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়। করোনা সংকটে দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে বিএ/ বিএসএস প্রোগ্রামের ২য় থেক ৬ষ্ঠ সেমিস্টার রেজিস্ট্রেশনের ফি কিস্তিতে পরিশোধের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। সে প্রেক্ষাপটে ২য় থেক ৬ষ্ঠ সেমিস্টার রেজিস্ট্রেশন কোর্স ফি’র আনুসাঙ্গিক ফি’র পূর্ণাঙ্গ বিভাজন দেওয়া হলো।
শিক্ষা সংবাদ পাঠকের জন্য বাউবি’র ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিগুলো তুলে ধরা হলো।
বিজ্ঞপ্তি দেখুন নিচে :
leave your comments