আইনজীবী তালিকাভূক্তির (অ্যাডভোকেটশিপ) প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৯, ২০২০, ৬:৪৭ অপরাহ্ণ / ৫০৪
আইনজীবী তালিকাভূক্তির (অ্যাডভোকেটশিপ) প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত
0Shares

আইনজীবী তালিকাভূক্তির (অ্যাডভোকেটশিপ) প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে প্রায় ৪০ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৭৬৪ জন উত্তীর্ণ হয়েছে।

ফলাফল দেখুন  : 1166f431-8fca-4c0a-8edb-44fb9eb3e1e6

উত্তীর্ণ পরীক্ষার্থীদের এখন লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দিতে হবে মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে একজন পরীক্ষার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ছাড়া দেশের সব অধস্তন আদালত, ট্রাইব্যুনাল ও রাজস্ব  তালিকাভূক্তির অনুমতি পান। আইনজীবীদের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল এই পরীক্ষা নিয়ে থাকে।

উত্তীর্ণদের তালিকা দেখতে নিচের পিডিএফ ফাইল দেখুন :

0Shares