বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিচালিত ৪ বছর মেয়াদি বিএসসি (অনার্স) ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রামে ২০২৪ শিক্ষাবর্ষে (৫ম ব্যাচ) ভর্তির সময় বাড়ানো হয়েছে। এখন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে আলাদাভাবে কমপক্ষে জিপিএ ২.৫০ সহ উত্তীর্ণ। অথবা এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে জিপিএ ২.৫০ ও সিজিপিএ ২.৭৫ পাসসহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান (ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, অ্যাগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট, নার্সিং ইনস্টিটিউট, ফুড টেকনোলজি ইনস্টিটিউট ইত্যাদি থেকে ফার্মেসি, কৃষি, ফুড টেকনোলজি, নার্সিং, ল্যাবরেটরি, রেডিওলজি, ফিজিওথেরাপি, ডেন্টিস্ট্রি, ওকুপেশনাল থেরাপি, ইনটেনসিভ কেয়ার ইত্যাদি বিষয়ে) ডিপ্লোমা সনদধারী হতে হবে। অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ওপরের বিষয়ে সমমানের সনদধারী হতে হবে। শিক্ষাজীবনের যেকোনো পরীক্ষায় অবশ্যই রসায়ন ও জীববিজ্ঞান/শরীরবিদ্যা/পুষ্টিবিদ্যা বিষয় থাকতে হবে।
আবেদনপত্র জমার শেষ তারিখ: ৩০-০৯-২০২৪ পর্যন্ত।
লিখিত পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ: ৬-১০-২০২৪।
লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র সংগ্রহ: ৭-১০-২০২৪ থেকে ১০-১০-২০২৪।
মনোনীত প্রার্থীদের লিখিত পরীক্ষা: ১৮-১০-২০২৪, সকাল ১০টা-বেলা ১১টা।
লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ: ২৩-১০-২০২৪।
মেধাতালিকা থেকে ভর্তি: ৫-১১-২০২৪ থেকে ৯-১১-২০২৪ পর্যন্ত।
ক্লাস শুরু: ২৯-১১-২০২৪।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী রসায়ন ৩৫ নম্বর, জীববিজ্ঞান ৩৫ নম্বর, ইংরেজি ২০ নম্বর ও সাধারণ জ্ঞান ১০ নম্বর, মোট ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.bou.ac.bd
আপনার মতামত লিখুন :