খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলছে ২২ অক্টোবর


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২১, ৭:২২ অপরাহ্ণ / ৩৭৮
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলছে ২২ অক্টোবর
0Shares

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২২ অক্টোবর তৃতীয় ও চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে। ওই তিন শ্রেণির সশরীর ক্লাস শুরু হবে ২৫ অক্টোবর। এ ছাড়া প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে ৫ নভেম্বর। আর তাঁদের ক্লাস শুরু হবে ৭ নভেম্বর।

কুয়েটের জনসংযোগ ও তথ্য বিভাগের সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার জানান, কুয়েট উপাচার্য অধ্যাপক কাজী সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্যাম্পাস খোলার ব্যাপারে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুসরণ করা হচ্ছে। কোভিড-১৯ টিকার প্রথম ডোজ টিকা গ্রহণকারী শিক্ষার্থীরা টিকা কার্ড প্রদর্শন করে হলে প্রবেশ করতে পারবেন।

0Shares