৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ১০ আগস্ট


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২১, ৬:৩৯ অপরাহ্ণ / ৫০২
৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ১০ আগস্ট
0Shares

আগামী ১০ আগস্ট থেকে শুরু হবে ৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পাবলিক কর্ম কমিশন (পিএসসি)।

এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহম্মদ বাংলাদেশ জার্নালকে বলেন, শুধুমাত্র চিকিৎসক নিয়োগের জন্য ৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অনেক আগেই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা বার বার পিছিয়ে দেয়া হয়।

এর আগে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২ তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে গত ১৮ মে প্রথমবার ৪২ তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে আরেক নির্দেশে ৬ জুন থেকে আবার এ পরীক্ষা শুরু হয়। ১৩ জুলাই পর্যন্ত ভাইভা চলার কথা ছিল। কিন্তু ২২ জুন মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়।

0Shares