বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ ২৯ মে


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মে ২৬, ২০২১, ৬:০৬ অপরাহ্ণ / ৪৯০
বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ ২৯ মে
0Shares

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফল আগামী ২৯ মে শনিবার প্রকাশিত হবে।

বুধবার বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

গত ৪ মে বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন জানিয়েছিলেন, পরীক্ষার সব খাতা জমা পড়েছে। ফলও প্রায় প্রস্তুত। এখন পরিস্থিতি স্বাভাবিক হলে যেকোনো দিন ফল প্রকাশ করা হবে।

গত বছরের ১৯ ডিসেম্বর প্রথম ধাপে লিখিত পরীক্ষায় ৯ কেন্দ্রের মধ্যে পাঁচ কেন্দ্রে গোলযোগ ও বিশৃঙ্খলা হয়। কেন্দ্রগুলো হলো- মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজ। এসব কেন্দ্রের পরীক্ষা বাতিল করা হয়।

পরে ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের পরীক্ষার দিনে এসব কেন্দ্রের পরীক্ষা আবারও অনুষ্ঠিত হয়। দুইধাপে প্রায় ১৩ হাজার শিক্ষানবিশ আইনজীবী পরীক্ষায় অংশ নেন।

0Shares