২০২১-২২ শিক্ষাবর্ষে নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং ক্যাডেট ভর্তি আবেদন ০৫ মার্চ পর্যন্ত


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৬, ২০২১, ৭:১৫ পূর্বাহ্ণ / ৫৬৯
২০২১-২২ শিক্ষাবর্ষে নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং ক্যাডেট ভর্তি আবেদন ০৫ মার্চ পর্যন্ত
0Shares

বাংলাদেশ মেরিন একাডেমি ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ শিক্ষাবর্ষে নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের জন্য প্রকাশ হয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া ০৫ মার্চ ২০২১ তারিখ পর্যন্ত চলবে।

আবেদনের যোগ্যতার বিবরণ :

বয়স: ০১ জানুয়ারী ২০২১ তারিখে সর্বোচ্চ ২১ বৎসর (পুরুষ/মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক/সমমান (বিজ্ঞান) এবং উচ্চ মাধ্যমিক/সমমান (বিজ্ঞান) উভয় পরীক্ষায় ন্যূনতম যোগ্যতা জিপিএ ৩.৫০। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পদার্থ ও গণিত বিষয়ে পৃথক ভাবে জিপিএ ৩.৫০ এবং ইংরেজীতে ন্যূনতম  জিপিএ ৩.০০ অথবা IELTS গড় স্কোর ৫.৫ থাকতে হবে।

ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী : ‘ও’ লেভেলে ৫টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩ টিতে A গ্রেড এবং ২ টিতে B গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলের জন্য নূনতম ২ টি বিষয়ে B গ্রেড পেয়ে উত্তীর্ণ (উভয় পরীক্ষায় পদার্থ বিজ্ঞান এবং গণিতসহ) হতে হবে।

শারীরিক মান (নূন্যতম): উচ্চতা ৫’-৪”; মহিলা ৫’-২”। ওজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার BMI চার্ট মোতাবেক হতে হবে (BMI নূন্যতম ১৭ এবং সর্বোচ্চ ২৭; যেমন ৫’-৪”; ৪৫-৭১ কেজি; ৫’-৬”; ৪৮-৭৬ কেজি)। দৃষ্টিশক্তি: নটিক্যাল ক্যাডেটের জন্য ৬/৬; ইঞ্জিনিয়ারিং ক্যাডেটের জন্য ৬/১২ (চশমাসহ অবশ্যই ৬/৬ হতে হবে)।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে।

নাগরিকত্ব: বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক।

প্রশিক্ষণ :

চূড়ান্তভাবে মনোনীত ক্যাডেটগণ বাংলাদেশ মেরিন একাডেমীতে ২ বৎসর প্রশিক্ষণ সমাপানান্তে একাডেমী প্রদত্ত প্রি-সী নটিক্যাল সাইন্স অথবা প্রি-সী মেরিন ইঞ্জিনিয়ারিং সনদসহ ৩য় বৎসরে “নিজ ব্যাবস্থাপনায়” সমুদ্রগামী জাহাজে ১ বছরের প্রশিক্ষণ অথবা মেরিন একাডেমী ও বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ১ বছরের বিকল্প শোর ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করবে।

অতঃপর ৪র্থ বৎসরে পুনরায় মেরিন একাডেমীতে অধ্যয়ন শেষে ৪ বৎসর মেয়াদী ব্যাচেলর অব মেরিটাইম সাইন্স (নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং) অনার্স সার্টিফিকেট লাভ করবে।

এ সময়ে নৌ-পরিবহন অধিদপ্তরের অধীনে পরীক্ষার মাধ্যমে CoC Class-III Deck Officer অথবা CoC Class-III Marine Engineer সমুদ্রগামী সনদ অর্জন করবে।

মনোনয়ন পদ্ধতি :

  1. লিখিত পরীক্ষা: নৈর্ব্যক্তিক (MCQ) (পদার্থ বিজ্ঞান, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান ) সর্বমোট ২০০টি প্রশ্ন; সময়: ২ ঘণ্টা; পাস নম্বর ৫০%; লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা প্রাথমিক শারীরিক যোগ্যতা পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
  2. মৌখিক পরীক্ষা: প্রাথমিক শারিরীক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
  3. ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ৪০%

অনলাইন আবেদন পদ্ধতি :

নৌপরিবহন অধিদপ্তরের  ওয়েবসাইট: www.dos.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের নির্দেশিকা পাওয়া যাবে এখানে।

আবেদনের শেষ সময়: ০৫ মার্চ ২০২১ তারিখ পর্যন্ত।

লিখিত পরীক্ষার তারিখ ও সময়: পরবর্তীতে মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

লিখিত পরীক্ষার কেন্দ্র: পরবর্তীতে মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস: লিখিত, শারীরিক যোগ্যতা ও মৌখিক পরীক্ষার সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।

ইন্সটিটিউট অনুযায়ী আসন সংখ্যা :

১.বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম (আসন সংখ্যা: পুরুষ-১৬০ জন ও মহিলা-২০ জন)।

২.বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা (আসন সংখ্যা: পুরুষ-৫০ জন)।

৩.বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল (আসন সংখ্যা: পুরুষ-৫০ জন)।

৪.বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর (আসন সংখ্যা: পুরুষ-৫০ জন)।

৫.বাংলাদেশ মেরিন একাডােম, সিলেট (আসন সংখ্যা: পুরুষ-৫০ জন)।

৬.মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম (আসন সংখ্যা: পুরুষ-৬৫ জন ও মহিলা-০৫ জন)।

৭.ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, ঢাকা (আসন সংখ্যা: পুরুষ-১০০ জন)।

৮.মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম (আসন সংখ্যা: পুরুষ-৬০ জন)।

৯.ওসেন মেরিটাইম একাডেমি, চট্টগ্রাম (আসন সংখ্যা: পুরুষ-১০০ জন)।

১০.ওয়েষ্টার্ণ মেরিটাইম একাডেমি, ঢাকা (আসন সংখ্যা: পুরুষ-৫৩ জন)।

১১.ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি, ঢাকা (আসন সংখ্যা: পুরুষ-৫০ জন ) ।

0Shares