মেরিন একাডেমিতে নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং ভর্তি আবেদনের সময় বৃদ্ধি


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৩, ১১:২৪ অপরাহ্ণ /
মেরিন একাডেমিতে নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং ভর্তি আবেদনের সময় বৃদ্ধি
0Shares

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মেরিন একাডেমিতে ভর্তিতে আবেদনের সময় বাড়ানো হয়েছে। বাংলাদেশ মেরিন একাডেমি (বিএমএ) চট্টগ্রামসহ সরকারি/ বেসরকারি মেরিটাইম শিক্ষাপ্রতিষ্ঠানে মেরিন ক্যাডেট (নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং) প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদনের সময় বাড়ানোর কথা জানিয়েছে নৌপরিবহন অধিদপ্তর। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ৫ ডিসেম্বর। পরে তা বাড়িয়ে ৫ জানুয়ারি করা হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষণ কোর্সের জন্য নৌ অধিদপ্তরের ওয়েবসাইট www.dos.gov.bd মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।

আবেদনের শিক্ষাগত যোগ্যতা :

এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ হতে হবে। এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় পদার্থবিদ্যা ও গণিত বিষয়ে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ এবং ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। ইংরেজিতে জিপিএ ৩-এর কম থাকলে আইইএলটিএস (IELTS) পরীক্ষায় সামগ্রিকভাবে ৫ দশমিক ৫ স্কোর থাকতে হবে। ইংলিশ মিডিয়াম অক্সফোর্ড পাঠ্যক্রমের ক্ষেত্রে পদার্থবিদ্যা ও গণিতসহ ন্যূনতম সি (C) গ্রেডে A-Level সনদপ্রাপ্ত এবং পদার্থবিদ্যা, গণিত, ইংরেজিসহ কমপক্ষে ৫টি বিষয় নিয়ে ন্যূনতম C গ্রেডে O-Level সনদপ্রাপ্ত অথবা সমমানের হতে হবে।

আবেদনের শারীরিক যোগ্যতা :

ন্যূনতম উচ্চতা ও ওজন: পুরুষ ৫’ ৪” এবং মহিলা ৫’ ২”। ওজন বিএমআই চার্ট মোতাবেক ন্যূনতম ১৭ থেকে সর্বোচ্চ ২৫ (যেমন ৫’ ৪”: ৪৫-৬৬ কেজি বা ৫’ ৬”: ৪৮-৭০ কেজি)। খালি চোখে নটিক্যাল ক্যাডেটদের জন্য ৬/৬; ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের জন্য ৬/১২ (চশমাসহ অবশ্যই ৬/৬ হতে হবে) আবেদনকারীকে অবশ্যই বর্ণান্ধতামুক্ত হতে হবে।

আবেদনের বয়স :

এ বছরের ৩১ ডিসেম্বরে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২২ বছর (পুরুষ/নারী)।

পরীক্ষার নম্বর :

লিখিত পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরে হবে। লিখিত পরীক্ষার পাস নম্বর ৪০ শতাংশ।

কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত আসন :

এবার সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম (আসন পুরুষ ১৬০, নারী ২০ জন); বাংলাদেশ মেরিন একাডেমি পাবনা (আসন পুরুষ ৭০ জন); বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল (আসন পুরুষ ৭০ জন); বাংলাদেশ মেরিন একাডেমি রংপুর (আসন পুরুষ ৭০ জন); বাংলাদেশ মেরিন একাডেমি সিলেট (আসন পুরুষ ৭০ জন)। মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম (আসন পুরুষ ৭০ জন, নারী ১০ জন)। ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, ঢাকা (আসন পুরুষ ৫০ জন); ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমি, ঢাকা (আসন পুরুষ ৫০ জন) এবং মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম (আসন পুরুষ ৪৪ জন)। প্রয়োজনীয়তা বিবেচনা করে সরকার আসন কমবেশি করতে পারে।

আবেদনের পদ্ধতি :

www.dos.gov.bd এর মাধ্যমেও আবেদন করা যাবে। আবেদনের নির্দেশিকা ওয়েবসাইটে আছে। লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তী সময় মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

0Shares