বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে।
মোবাইলে SMS এর মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচ এস সি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম :
আপনার মুঠোফোন থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচ এস সি রেজাল্ট জানতে, প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশন ওপেন করুন।
তারপর লিখুন BOU < space > Student Id Number, তারপর মেসেজ টি পাঠিয়ে দিন 2777 এই নাম্বারে।
উদাহরণঃ BOU 01223708010 > send to 2777 (বাংলালিংক ছাড়া যে কোন অপারেটর এর নাম্বার থেকে)BOU 08022371001 > send to 2700 ( শুধু মাত্র বাংলালিংক অপারেটর এর নাম্বার থেকে)
মোবাইল থেকে ফলাফল পেতে মেসেজ অবশ্যই ইংরেজি অক্ষরে লিখতে হবে এবং শিক্ষার্থীর আইডি মাঝে কোন স্পেস বা – (চিহ্ন) দেয়া যাবে না।
অনলাইনে বাউবি এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম :
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bou.ac.bd পরীক্ষার ফলাফল অপশনে অথবা https://result.bou.ac.bd/ গিয়ে ফলাফল দেখা যাবে। এখানে প্রোগ্রামের নাম এবং স্টুুুডেন্ট আইডি দিয়ে সকল বিষয়ের বিস্তারিত ফলাফল জানা যাবে।
আপনার মতামত লিখুন :