বুটেক্সে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু ২২ জুন


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুন ১৪, ২০২২, ৮:০২ অপরাহ্ণ / ৩২৯
বুটেক্সে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু ২২ জুন
0Shares

আগামী ৫ থেকে ১৫ জুলাই পর্যন্ত আবেদনকারী ভর্তি–ইচ্ছুকরা এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। আগামী ১২ আগস্ট সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সর্বশেষ তারিখ ৩১ আগস্ট বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এবারের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। ২০২১ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত যে পাঠ্যসূচি (গণিত, পদার্থ ও রসায়ন) নির্ধারিত ছিল, সে অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে ইংরেজির ক্ষেত্রে ‘ফাংশনাল ইংলিশ’ অনুসরণ করা হবে। গণিত ৬০, পদার্থ ৬০, রসায়ন ৬০, ইংরেজি ২০ নম্বরসহ মোট ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। কোনো বিষয়ে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে না।

0Shares