কারিগরি বোর্ডের নিয়োগ ও ব্যবস্থাপনা কমিটির আবেদন পূর্ণাঙ্গ করার নির্দেশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৩, ২:২০ অপরাহ্ণ /
কারিগরি বোর্ডের নিয়োগ ও ব্যবস্থাপনা কমিটির আবেদন পূর্ণাঙ্গ করার নির্দেশ
0Shares

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়োগ বাছাই কমিটি, ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষানুরাগী সদস্য মনোনয়নের অনুমোদনের জন্য আংশিক কাগজপত্র জমা দিয়েছে তাদের আবেদন পূর্ণাঙ্গ করার নির্দেশ দিয়েছে বোর্ড।

মঙ্গলবার (২১ নভেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক বি এম আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ১৮টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনোটির তিনশ টাকার স্টাম্পে অঙ্গীকারনামা, কর্মরত জনবল কাঠামো, ভোক অনুমোদন কপি, পদের প্রাপ্যতা ও হালনাগাদ এফিলিয়েশন নেই। এছাড়া শিক্ষানুরাগী সদস্য মনোনয়নের ক্ষেত্রে কমিটির রেজ্যুলেশন সংযুক্ত না থাকা, সদস্যদের ভোটার আইডি কার্ডের সত্যায়িত কপি না থাকাসহ বেশ কয়েকটি ঘাটতি দেখা গেছে।

এতে বলা হয়েছে, ঘাটটি পরিলক্ষিত হওয়ায় নিয়োগ বাছাই কমিটি ও ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম পূর্ণাঙ্গ করা গেল না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জরুরিভিত্তিতে চাওয়া ঘাটতি কাগজপত্র ফরওয়ার্ডিংসহ জমা প্রদানের জন্য অনুরোধ করা হল।

0Shares