দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমূখীতা বৃদ্ধি পাওয়া রোধ কল্পে দেয়া লকডাউনের কারণে গত ২৩ এপ্রিল এই এ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করে। অধিদপ্তর থেকে ফের এই কার্যক্রম শুরু করার জন্য নির্দেশনা দেওয়া হল। এর সাথে সাথে ৪র্থ সপ্তাহের জন্য শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে অধিদপ্তর।

এখানে উল্লেখ্য, গত ২০ মার্চ ২০২১ থেকে চলতি শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করে অধিদপ্তর। এই বিরতির আগে তিন সপ্তাহের এ্যাসাইনমেন্ট বিতরণ করা হয়েছিল। এরপর দেশে কঠোর লকডাউন ঘোষণায় তা স্থগিত করা হয়। সেই কার্যক্রম আবার শুরুর নির্দেশনা দিলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি।

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত স্থগিতকৃত এ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) ‍পুনরায় চালুকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ও চতুর্থ সপ্তাহের এ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) দেখতে ক্লিক করুন এখানে