ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২১, ৫:৪৬ অপরাহ্ণ / ৪০১
ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ
0Shares

২০২১ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। বুধবার (১৮ আগস্ট) এ সংক্রান্ত নির্দেশনাও প্রকাশ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ অতিমারির কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০২১ শিক্ষাবর্ষের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে নির্ধারিত গ্রিড অনুযায়ী দ্বাদশ সপ্তাহের অস্যাইনমেন্ট বিতরণ করা হলো। বিতরণ করা আসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বিজ্ঞান; ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির কর্ম ও জীবনমুখী শিক্ষা; নবম শ্রেণির বাংলা, শারীরিক শিক্ষা, রসায়ন বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ এবং ভুগোল ও পরিবেশ বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে।

উপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা বা থানা শিক্ষা অফিসার এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখতে ক্লিক করুন এখানে 

0Shares