এসএসসি পরীক্ষার ফল প্রকশের উদ্যোগ, ওএমআর শিট পাঠানোর নির্দেশ ঢাকা বোর্ডের


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মে ৩, ২০২০, ৭:৪৪ অপরাহ্ণ / ৫১৮
এসএসসি পরীক্ষার ফল প্রকশের উদ্যোগ, ওএমআর শিট পাঠানোর নির্দেশ ঢাকা বোর্ডের
0Shares

করোনার বন্ধের মধ্যেই এসএসসি পরীক্ষার ফল প্রকশের কাজ শুরু করার উদ্যোগ নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। করোনা ভাইরাস সংক্রামন রোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে এসএসসি পরীক্ষার খাতার  ওএমআর শিট স্ক্যানিং স্থগিত করেছিল ঢাকা শিক্ষা বোর্ড। এখন ফের খাতার ওএমআর স্ক্যানিংয়ের কাজ শুরুর উদ্যোগ নেয়া হয়েছে। তাই, এসএসসির খাতার ওএমআর শিট ডাকযোগে পাঠাতে ঢাকা মহানগর ছাড়া অন্যান্য এলাকার প্রধান পরীক্ষকদের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১০ মের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে বোর্ডে ওএমআর শিট পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

রোববার (৩ মে) ঢাকা শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমলা রঙের প্যাকেটে জরুরি উল্লেখ করে সিলমোহরকৃত অবস্থায় পোস্ট অফিসের মাধ্যমে এসএসসির খাতার ওএমআর শীট পাঠাতে হবে প্রধান পরীক্ষকদের। আগামী ১০ মের মধ্যে পাঠাতে হবে ঢাকা মহানগর ছাড়া অন্যান্য এলাকার প্রধান পরীক্ষকদের।

আর ওএমআর পাঠানোর ঠিকানা, সিনিয়র সিস্টেম এনালিস্ট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা, ১৩-১৪ জয়নাগ রোড বকশিবাজার ঢাকা।

দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় এসএসসির ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। অঘোষিত লকডাউনের কারণে গত ১৮ মার্চ এসএসসি পরীক্ষার খাতার ওএমআর শিট স্ক্যানিং কার্যক্রম স্থগিত করেছিল ঢাকা বোর্ড।

শিক্ষা সংবাদ পাঠকের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিটি নিচে তুলে ধরা হলো।
           
বিজ্ঞপ্তি দেখুন নিচে : 
0Shares