২০১৯ সালের জেএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সময় ৭ জানুয়ারি পর্যন্ত, নিয়ম দেখুন


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জানুয়ারি ১, ২০২০, ৮:৫৯ অপরাহ্ণ / ৩০৯
২০১৯ সালের জেএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সময় ৭ জানুয়ারি পর্যন্ত, নিয়ম দেখুন
0Shares

শিক্ষা সংবাদ : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত ২০১৯ সালের জেএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ০১-০১-২০২০ ইং তারিখ ০৭-০১-২০২০ তারিখ পর্যন্ত ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

#এসএমএস এর মাধ্যমে জেএসসি ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়ম:-

RSC <space> শিক্ষা বোর্ডের প্রথম ৩ অক্ষর <space> রোল নাম্বার <space> যে বিষয়ে সমস্যা সে বিষয় কোড লিখে সেন্ড করুন ১৬২২২ নাম্বারে।

এর পর ফিরতি ম্যাসেজে পিন নাম্বার প্রদান করা হবে। তারপর আবার ম্যাসেজ অপশনে গিয়ে।

RSC <space> Yes <space> Pin Number <space> Mobile Number (অর্থাৎ যে নাম্বার থেকে ম্যাসেজ সেন্ড করা হচ্ছে সে নাম্বার) লিখে সেন্ড করুন ১৬২২২ নাম্বারে।

#এক এসএমএস এ একাধিক বিষয়ে আবেদন করতে চাইলে বিষয় কোড একটি লিখার পর আরেকটি বিষয় কোড লিখার আগে কম (,) ব্যবহার করতে হবে। ম্যাসেজ অবশ্যই টেলিটক নাম্বার থেকে করতে হবে।

#প্রত্যেক বোর্ডের প্রথম ৩ অক্ষর নিচে দেখানো হলো:-

Dhaka Board=DHA
Comilla Board= COM
Barisal Board= BAR
Sylhet Board= SYL
Chittagong Board= CHI
Jeshor Board= JES
Rajshahi Board= RAJ
Dinajpur Board= DIN
Madrasha Board=MAD
Technical Board= TEC

👉 বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন :

সূত্র: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর ওয়েবসাইট – dhakaeductionboard.gov.bd

0Shares