নতুন শিক্ষাক্রমের বার্ষিক মূল্যায়ন ৯ নভেম্বর থেকে, সূচি সংশোধন


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৩, ৭:০০ অপরাহ্ণ /
নতুন শিক্ষাক্রমের বার্ষিক মূল্যায়ন ৯ নভেম্বর থেকে, সূচি সংশোধন
0Shares

আগামী ৫ নভেম্বর থেকে নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন শুরু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। নতুন শিক্ষাক্রমে ক্লাস চলা দুই শ্রেণিতে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন শুরু হচ্ছে আগামী ৯ নভেম্বর থেকে। আগামী ৩০ নভেম্বর এ দুই শ্রেণির মূল্যায়ন চলবে মাধ্যমিক পর্যায়ের স্কুল ও দাখিল মাদরাসাগুলোতে।

সোমবার এ দুই শ্রেণির মূল্যায়নের সংশোধিত সূচি স্কুলগুলোতে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্কক বোর্ডের (এনসিটিবি) বরাতে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে মাধ্যমিকে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম চালাতে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কার্যক্রম চলবে। তাই বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ৫ নভেম্বরের পরিবর্তে ৯ নভেম্বর থেকে শুরু হবে।

ষষ্ঠ-সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার বিস্তারিত নির্দেশনা ২৯ অক্টোবরের পরিবর্তে ৫ নভেম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হবে। সব বিষয়ে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনা করতে হবে ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা পরবর্তী শ্রেণিতে উত্তরণের নীতিমালা সংযুক্ত থাকবে।

অধিদপ্তর আরো জানিয়েছে, শিক্ষার্থীর পরদর্শিতার রিপোর্ট কার্ডটি দেয়ার সময় অভিভাবকদের আমন্ত্রণ জানিয়ে শিক্ষার্থীর পারদর্শিতার বিষয়ে জানাতে হবে।

অধিদপ্তর বলছে, ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর শিক্ষকরা প্রশিক্ষণ গ্রহণে ব্যস্ত থাকবেন তাই ৩০ নভেম্বরের মধ্যে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সব কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তি দেখুন নিচে :

 

0Shares