২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২১, ৮:১২ অপরাহ্ণ / ৬২১
২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ
0Shares

২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। মাউশি’র ওয়েবসাইটে সোমবার (৯ আগস্ট) অ্যাসাইনমেন্টটি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, কোভিড-১১ অতিমারি পরিস্থিতির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণীত অ্যাসাইনমেন্টসমূহের মধ্যে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হলো।

যেসব বিষয়ে অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে- ১৫টি বিষয়ের গুচ্ছ-২ এর জীববিজ্ঞান, উচ্চতর গণিত, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ফিন্যান্স, ব্যাংক ও বীমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, গৃহব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন। এছাড়া গুচ্ছ-৩ এর রসায়ন, অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, যুক্তিবিদ্যা, হিসাববিজ্ঞান, খাদ্য ও পুষ্টি।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে এসএসসি পরীক্ষা। আর এইচএসসি শুরুর পরিকল্পনা ডিসেম্বরের প্রথম সপ্তাহে। পরীক্ষা নেয়া হবে শুধু নৈর্বাচনিক তিন বিষয়ে। এরপরও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে যুক্ত রাখতে দেয়া হচ্ছে অ্যাসাইনমেন্ট।

২০২১ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্টের বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে 

২০২১ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্টের কভার পেজ দেখতে ক্লিক করুন এখানে

 

২০২১ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখতে ক্লিক করুন এখানে 

0Shares