গুচ্ছে ৭১৩ আসন ফাঁকা, ভর্তি নিয়ে সভা আজ


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৩, ৩:৩৪ অপরাহ্ণ /
গুচ্ছে ৭১৩ আসন ফাঁকা, ভর্তি নিয়ে সভা আজ
0Shares

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৭১৩টি আসন ফাঁকা রয়েছে। এই আসনগুলোতে ভর্তির বিষয়ে আলোচনা করতে সভা ডাকা হয়েছে। আজ বুধবার এ সভা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, গুচ্ছের বিশেষ পর্যায়ে এক হাজার ৪৮৭ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে ভর্তি হয়েছেন। তবে এখনো ৭১৩টি আসন ফাঁকা রয়েছে। এই আসনগুলোতে শিক্ষার্থী ভর্তি করা হবে কি না সে বিষয়ে আলোচনা করতে এ সভা ডাকা হয়েছে। বুধবার রাত ৮টায় এ সভা অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে গুচ্ছের টেকনিক্যাল কমিটির আহবায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার বলেন, আজ রাত ৮টায় গুচ্ছের মূল কমিটির সভা রয়েছে। সভার পূর্বে কোনো কিছু বলা যাচ্ছে না।

এর আগে গত সোমবার বিকেল ৪টা পর্যন্ত বিশেষ পর্যায়ের চূড়ান্ত ভর্তি চলবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে মূল কাগজপত্র জমা দেওয়াসহ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় ভর্তি ফি প্রদানপূর্বক চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হয়েছে। কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটির কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না।

গুচ্ছের প্রথম চার ধাপে ভর্তি শেষে ২ হাজার ২২০টি আসন ফাঁকা ছিল। এ আসনগুলোতে বিশেষ পর্যায়ের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। সে অনুযায়ী অনলাইনে ভর্তির সম্মতি জানানো শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৫৩০ জন প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করেন। এদের মধ্য থেকে ১৪৮৭ জন চূড়ান্তভাবে ভর্তি হয়েছেন। ফলে এখনো ৭১৩টি আসন ফাঁকা রয়েছে।

0Shares