প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য ১২তম সপ্তাহের পাঠ পরিকল্পনা প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২১, ৭:৫২ অপরাহ্ণ / ১২১৫
প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য ১২তম সপ্তাহের পাঠ পরিকল্পনা প্রকাশ
0Shares

করোনা মহামারির কারণে পাঠের ঘাটতি মেটাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১২তম সপ্তাহের পাঠ পরিকল্পনা প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। বুধবার প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ১২তম সপ্তাহের ‘অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১’ প্রকাশ করা হয়।

এর আগে প্রাথমিক বিদ্যালয়ের শিখন-শেখানোর ঘাটতি পূরণের জন্য গত ১৫ এপ্রিল নেপ মহাপরিচালককে আহ্বায়ক করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অধিকাংশ শিখন ফল অর্জনের বিষয়টি বিবেচনায় রেখে পাঠ পরিকল্পনা করা হচ্ছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশক্রমে সংশ্নিষ্ট শিক্ষকরা শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে এই পাঠ পরিকল্পনা ও হোমওয়ার্ক শিট পৌঁছে দিচ্ছেন।

দেশে করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর বিস্তার রোধে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। পরে দফায় দফায় তা বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়।

0Shares