অবরোধেও চলবে শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৩, ৩:১৬ পূর্বাহ্ণ /
অবরোধেও চলবে শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা
0Shares

বিএনপির ডাকা তিনদিনের অবরোধেও ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলবে। তবে কোনো প্রার্থী ঢাকায় আসতে না পারলে তার বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার (৩০ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান।

তিনি বলেন, ১৭তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা শেষ করতে অনেক সময় লেগেছে। এ অবস্থায় মৌখিক পরীক্ষা স্থগিত হলে ফল প্রকাশ পিছিয়ে যাবে। তাই অবরোধের ভেতরে মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

অবরোধে কোনো প্রার্থী ঢাকায় আসতে না পারলে তার ক্ষেত্রে কী করা হবে জানতে চাইলে তিনি বলেন, যদি কেউ আসতে না পারেন তাহলে পরে তার পরীক্ষা আয়োজনের বিষয়ে বিবেচনা করা হবে। এক্ষেত্রে অবশ্যই যথাযথ কারণ দেখাতে হবে।

এদিকে, গত ২৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে এ পরীক্ষা নেয়া হচ্ছে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষা চলবে।

প্রসঙ্গত, ২০২০ সালের জানুয়ারিতে ১৭তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হন ১ লাখ ৫১ হাজার প্রার্থী।

চলতি বছরের ৫ ও ৬ মে শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হয় এতে অংশ নেন মোট ১ লাখ চার হাজারের বেশি প্রার্থী। লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ৩০ আগস্ট। এতে উত্তীর্ণ হয়েছেন ২৬ হাজার ২৪২ জন প্রার্থী।

0Shares