বিএড প্রথম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণ শুরু ৯ নভেম্বর


Shikkha Songbad প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৩, ৮:৪৯ অপরাহ্ণ /
বিএড প্রথম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণ শুরু ৯ নভেম্বর
0Shares

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বছর মেয়াদি বিএড কোর্সের প্রথম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণ আগামী ৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে। ২১ নভেম্বর পর্যন্ত এ পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করতে পারবেন অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীরা। ২২ ও ২৩ নভেম্বর কলেজের পক্ষ থেকে অনলাইনে ডাটা এন্ট্রি বা ফরম পূরণ নিশ্চায়ন চলবে। ২৭ ও ২৮ নভেম্বর কলেজ থেকে ফিয়ের টাকা সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। আর ৩০ নভেম্বর কলেজের পক্ষ থেকে শিক্ষাথীদের আবেদন, অনলাইন বিবরণী, টাকা জমার রশিদ ও অন্যান্য কাগজ বিশ্ববিদ্যালয়ে জমা দেয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জারি করা বিএড প্রথম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণে বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

জানা গেছে, বিএড প্রথম সেমিস্টার পরীক্ষার পত্রপ্রতি ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মানোন্নয়ন বা গ্রেড উন্নয়ন করতে চাওয়া শিক্ষার্থীদেরও প্রতিপত্রে ৫০০ টাকা ফি দিতে হবে। আর মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর পরীক্ষার্থীদের ৫০০ টাকা কেন্দ্র ফি দিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ২০২০ শিক্ষাবর্ষে ফেল করা, অনুপস্থিত পরীক্ষার্থীরা ৫ হাজার টাকা বিশেষ ফি জমা দিয়ে ফরম পূরণ করতে পারবেন। ওই শিক্ষাবর্ষের কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হলে বা পরীক্ষা দিয়ে ফের ফেল করলে বা ফরম পূরণ করে পরীক্ষা না দিলে আর এ পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

বিএড প্রথম সেমিস্টার পরীক্ষায় ২০২৩ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০২১ ও ২০২২ শিক্ষাবর্ষের অনিয়মিত পরীক্ষার্থীরা অংশ নিতে পারবেন। পরীক্ষার তারিখ পরে জানাবে জাতীয় বিশ্ববিদ্যালয়।

0Shares