জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসেই অনার্সের ক্লাস শুরু


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৩, ৬:৪১ অপরাহ্ণ /
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসেই অনার্সের ক্লাস শুরু
0Shares

স্নাতক পর্যায়ে প্রথমবারের মতো মূল ক্যাম্পাস গাজীপুরে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করল জাতীয় বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার বিবিএ, এলএলবি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স কোর্সে ক্লাস শুরু হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক নাসির উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের এই ভারপ্রাপ্ত ডিন জানান, এসব কোর্সে ১৬০টি আসন রয়েছে, যার মধ্যে ১২০টি পূরণ হয়েছে। এতদিন ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ মিলছিল। এবার গাজীপুরে মূল ক্যাম্পাসেই অনার্স কোর্সে ক্লাস শুরু হলো।

তবে মূল ক্যাম্পাসে আগে থেকেই এমফিল ও পিএইচডি করা যেত বলে জানিয়েছেন তিনি।

উদ্বোধনী ক্লাসে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ মো হাফিজুর রহমান (কার্জন), জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটির (ন্যাচারাল সায়েন্স) চেয়ারম্যান অধ্যাপক ফকির রফিকুল আলম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আবুদ্দারদা।

চার বছর মেয়াদি এসব কোর্সে ভর্তি ফিসহ বার্ষিক পাঁচ হাজার টাকার মতো খরচ হবে বলে জানান অধ্যাপক নাসির।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান বলেছেন, “এসব কোর্স পরিচালনার জন্য পর্যাপ্ত শিক্ষক বিশ্ববিদ্যালয় রয়েছে, তবে আইন বিভাগের কিছু শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এখানে শিক্ষকরা নিয়মকানুন মেনে চলবে।

“এখানকার শিক্ষার্থীরা নিয়মতান্ত্রিক দাবি-দাওয়া নিয়ে সংগঠন করতে পারলেও কোনো সংগঠন বা রাজনৈতিক দলের নাম করে অনিয়মতান্ত্রিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ থাকবে না।”

প্রতিটি কোর্সে ৪০টি আসন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “১৬০টি আসনের বিপরীতে ১২ হাজারের মতো শিক্ষার্থী আবেদন করেন। সেখান থেকে মেধার ভিত্তিতে ১২০ জনকে ভর্তি করা হয়েছে। বাকি আসনও মেধার ভিত্তিতে পূরণ করা হবে।”

0Shares