জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের এলএলবি শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মে ১৯, ২০২২, ৫:৪১ অপরাহ্ণ / ১৪৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের এলএলবি শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (জনসংযোগ) আতাউর রহমান এ তথ্য জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় সারা দেশে ১০ হাজার ৭১১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। গড় পাসের হার ৮৬ ভাগ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনও আপত্তি থাকলে এক মাসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। নির্ধারিত সময়ের পর কোনও আপত্তি ও  অভিযোগ গৃহীত হবে না।