প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ


Shikkha Songbad প্রকাশের সময় : মে ৫, ২০২৪, ৪:২৪ অপরাহ্ণ /
প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ
0Shares

রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়া হয় গত ২ ফেব্রুয়ারি। এরপর গত ২০ ফেব্রুয়ারি প্রিলিমিনারি ফল প্রকাশ করা হয়। ধাপে ধাপে মৌখিক পরীক্ষা নেওয়ার পর এখন চূড়ান্ত ফলের অপেক্ষায় চাকরিপ্রার্থীর। সেই চূড়ান্ত ফল আগামী সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।

রোববার (৫ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামীকাল সোমবার থেকে এ ধাপের ফল তৈরির কাজ শুরু হবে। আশা করছি চলতি সপ্তাহে ফল তৈরির কাজ শেষ হবে এবং আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করতে পারব।

জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে তিন বিভাগের ২২ জেলার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২০ ফেব্রুয়ারি ফল প্রকাশ করা হয়। মোট চার লাখ ৩৯ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়। উত্তীর্ণদের ধাপে ধাপে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। দ্বিতীয় ধাপে তিন বিভাগের ২২ জেলার মধ্যে ২১ জেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষার ফল অধিদপ্তরে এসেছে। একটি জেলার প্রার্থীদের নম্বর আজকের (রোববার) মধ্যে অধিদপ্তরে আসবে। এরপর ফলগুলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হবে। আগামীকাল সোমবার থেকে ফলাফল তৈরির কাজ শুরু হবে।

কর্মকর্তারা জানান, ফল তৈরির কাজ শুরু হলে সাত দিন সময় লাগবে শেষ করতে। এক্ষেত্রে আগামী সপ্তাহের যে কোনো দিন ফল প্রকাশ করা হতে পারে। তবে কাজ আগে শেষ হয়ে গেলে চলতি সপ্তাহেও ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

0Shares