এফসিপিএস পরীক্ষার রেজিস্ট্রেশন চলছে, আবেদন শেষ ১৫ নভেম্বর


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৩, ৩:০৪ অপরাহ্ণ /
এফসিপিএস পরীক্ষার রেজিস্ট্রেশন চলছে, আবেদন শেষ ১৫ নভেম্বর
0Shares

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) জানুয়ারি ২০২৪–এর এফসিপিএস বিভিন্ন কোর্সের পরীক্ষার রেজিস্ট্রেশন ও ফি জমা দেওয়া শুরু হয়েছে। ফি জমা দেওয়া যাবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। গতকাল রোববার (১৫ অক্টোবর) বিসিপিএসের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ‘জানুয়ারি ২০২৪ অনুষ্ঠেয় এফসিপিএস পার্ট-১, এফসিপিএস মিডটার্ম, প্রিলিমিনারি এফসিপিএস, এফসিপিএস (ফাইনাল) ও এমসিপিএস পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন এবং পরীক্ষা ফি জমা দেওয়া শুরু হয়েছে। রেজিস্ট্রেশন করতে ওয়েবসাইটে অনলাইনে ফরম পূরণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অনলাইন আবেদন বাধ্যতামূলক।

এফসিপিএসে কোর্স ফি কত

এফসিপিএস পার্ট-১-এর নতুন প্রার্থীদের রেজিস্ট্রেশন ও পরীক্ষা ফি ১১ হাজার টাকা এবং পুরোনো প্রার্থীদের ১০ হাজার টাকা। এফসিপিএস পার্ট-১ (অতিরিক্ত বিষয় এবং বিষয় পরিবর্তন) প্রার্থীদের জন্য ১১ হাজার টাকা। প্রিলিমিনারি এফসিপিএসের নতুন প্রার্থীদের জন্য ১৩ হাজার ৫০০ টাকা এবং পুরোনোদের জন্য ১২ হাজার টাকা। এফসিপিএস মিডটার্মের (যারা পাঁচ বছরের কম ফেলোশিপ করেছেন এবং জানুয়ারি ২০২০–এ এফসিপিএস পার্ট-১ শেষ করেছেন কিংবা পরে এফসিপিএস পার্ট-১ শেষ করবেন) নতুন প্রার্থীদের জন্য ১৩ হাজার ৫০০ টাকা এবং পুরোনোদের জন্য ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এফসিপিএস ফাইনালের নতুন প্রার্থীদের জন্য ১৫ হাজার টাকা এবং পুরোনোদের জন্য ১৩ হাজার ৫০০ টাকা। এমসিপিএস নতুন প্রার্থীদের জন্য ১৫ হাজার টাকা এবং পুরোনোদের জন্য ১৩ হাজার ৫০০ টাকা।

এফসিপিএস ফাইনাল, প্রিলিমিনারি এফসিপিএস ও এফসিপিএসে যাঁরা পূর্বের লিখিত পরীক্ষায় ১৫ গ্রেড অর্জন করেছেন, তাঁরা ১২ হাজার টাকায় পরবর্তী দুটি পরীক্ষার রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফিতে অংশ নিতে পারবেন।

প্রার্থীরা ডিজিটাল পদ্ধতিতে ডেবিট/ক্রেডিট কার্ডের (ভিসা, মাস্টারকার্ড, ইউনিয়ন পে, নেক্সাস, অ্যামেক্স) বা ইন্টারনেট ব্যাংকিং (সিটি টাচ, এবি ডিরেক্ট, ব্যাংক এশিয়া, এমটিবি ইন্টারনেট ব্যাংকিং, ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং) বা ওয়ালেট (আই-পে, ডি-মানি) বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (বিকাশ, নগদ, রকেট, এমক্যাশ, মাইক্যাশ, টি-ক্যাশ, শিওর ক্যাশ, ইউ-পে) মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে পারবেন। পাশাপাশি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (UCBL) STD অ্যাকাউন্ট নম্বর-0781301000000256 এবং ঢাকা ব্যাংক লিমিটেড (DBL) এসটিডি অ্যাকাউন্ট নম্বর–0207150000000887–এর মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে পারবেন।

নোটিশটি দেখতে ক্লিক করুন

0Shares