মেডিকেলে নতুন শিক্ষাবর্ষের ক্লাস পেছাল


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৩, ১২:৩১ পূর্বাহ্ণ / ৬৯
মেডিকেলে নতুন শিক্ষাবর্ষের ক্লাস পেছাল
0Shares

২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএসের ক্লাস ১০ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল। অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোয় ২০২২-২৩ খ্রি. শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ ১০ জুলাই অনিবার্য কারণবশত নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে। ক্লাস শুরুর দিনক্ষণ পরবর্তী সময়ে জানানো হবে।’

এদিকে দেশে প্রথমবারের মতো বেসরকারি মেডিকেল কলেজে অটোমেশন পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়েছে। অনিয়ম ও অর্থের বিনিময়ে ভর্তির সুযোগ বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা গত ১০ মার্চ অনুষ্ঠিত হয়, ফল প্রকাশিত হয় গত ১২ মার্চ।

অনলাইন ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ওয়েবসাইট, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইট হতে জানা যাবে।

0Shares