বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসএমএমইউর অধীন এমডি, এমএস, এমফিল, এমএমইডি ও ডিপ্লোমা কোর্সের জুলাই ২০২১ সেশনের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হলো। এসব পরীক্ষা ৪ সেপ্টেম্বর শুরু হয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। পরীক্ষাগুলো বিএসএমএমইউর ক্যাম্পাসে অুনষ্ঠিত হবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএমএমইউর মেডিসিন, সার্জারি, বেসিক সায়েন্স ও প্র্যাকটিক্যাল সায়েন্স অনুষদের ডিন, বিএসএমএমইউর রেজিস্ট্রার, বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :