২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুন ৩০, ২০২১, ৭:২৮ অপরাহ্ণ / ২১৪৫
২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ
0Shares

করোনা ভাইরাসের থাবায় গত ১ বছরের বেশি সময় ধরে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এ পরিস্থিতিতে ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। গতকাল মঙ্গলবার অধিদপ্তর থেকে দাখিল পরীক্ষার্থীদের জন্য পঞ্চম সপ্তাহের দুই বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছিল। এ সপ্তাহে দাখিল পরীক্ষার্থীদের জন্য মোট ১২ বিষয়ের অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে। বুধবার (৩০ জুন) মাদারাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ ১২ বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

জানা গেছে, পঞ্চম সপ্তাহে ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য কুরআন মাজিদ ও তাজভীদ, ইসলামের ইতিহাস, তাজবীদ নসর ও নজম, মানতিক, ফার্সি সাহিত্য,  বাংলাদেশ ও বিশ্বপরিচয়, পৌরনীতি ও নাগরিকতা, কৃষিশিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান, উর্দু সাহিত্য, জীববিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামীকাল ১ জুলাই থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এ পরিস্থিতিতে বুধবার (৩০ জুন) মাধ্যমিক শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তবে, মাদরাসা শিক্ষা অধিদপ্তর বুধবার দাখিল পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রকাশ করলো।

অধিদপ্তর জানিয়েছে, প্রথম পর্যায়ে বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ভূগোল ও পরিবেশ এবং ব্যবসায় উদ্যোগ এ ৮ বিষয়ের অ্যাসাইনমেন্ট দেয়া হবে। এ ৮ বিষয়ের মূল্যায়ন রুবিক্সসহ ও সপ্তাহভিত্তিক অ্যাসাইনমেন্ট গ্রিডের সফটকপি ও হার্ডকপি তৈরি করা হয়েছে। এ অনুযায়ী অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনার জন্য সব মাদরাসার অধ্যক্ষ ও সুপারদের বলা হয়েছে।

জানা গেছে, ইতোমধ্যে ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য কিছুদিন আগে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ১৫০ দিন ক্লাস করিয়ে শিক্ষার্থীদের দাখিল পরীক্ষা নেয়া হবে।

দাখিল পরীক্ষা ২০২২- এ অংশগ্রণকারী শিক্ষার্থীদের জন্য প্রণীত ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখতে ক্লিক করুন এখানে 

0Shares