২০২১ সালের এসএসসি/সমমান পরীক্ষার ব্যবহারিক খাতা জমাদানের বিজ্ঞপ্তি


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২১, ৯:০৭ পূর্বাহ্ণ / ৬৭০
২০২১ সালের এসএসসি/সমমান পরীক্ষার ব্যবহারিক খাতা জমাদানের বিজ্ঞপ্তি
0Shares

গত বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ তথ্য জানিয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের চিঠি পাঠানো হয়েছে।

শিক্ষা অধিদপ্তর বলছে, করোনার কারণে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। যেসব বিষয়ে ব্যবহারিক আছে, সেসব বিষয়ে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে কী কী ব্যবহারিক করতে হবে, তা উল্লেখ করা আছে। যেহেতু করোনা পরিস্থিতির কারণে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শুধু নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেহেতু যেসব নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক আছে, সেসব নৈর্বাচনিক বিষয়ের ব্যবহারিক খাতা জমা নেওয়ার জন্য এনসিটিবি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

অধিদপ্তর আরও বলেছে, এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা তার নৈর্বাচনিক প্রতিটি বিষয়ের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে উল্লেখিত ব্যবহারিকের যেকোনো দুটি ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে নিজ নিজ প্রতিষ্ঠানে জমা দেবে। এনসিটিবির নির্দেশনার আলোকে এ বিষয়ে ব্যবস্থা নিতে শিক্ষা বোর্ডগুলো চেয়ারম্যানদের বলেছে শিক্ষা অধিদপ্তর।

২০২১ সালের এস.এস.সি অথবা সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা জমাদান সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে 

0Shares