রেজিস্ট্রেশন করতে না পারা মাদরাসার তথ্য পাঠানোর নির্দেশ


Shikkha Songbad প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৩, ১:২২ অপরাহ্ণ /
রেজিস্ট্রেশন করতে না পারা মাদরাসার তথ্য পাঠানোর নির্দেশ
0Shares

নতুন শিক্ষাবর্ষে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য নির্দেশিকামূলক অ্যাপস উদ্বোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ অ্যাপসের মাধ্যমে শিক্ষার্থীদের বাৎসরিক মূল্যায়নের কাজ শুরু হয়েছে। দেশের বিভিন্ন মাদ্রাসা নৈপুণ্য অ্যাপসে রেজিস্ট্রেশন করেনি। নৈপুণ্যে রেজিস্ট্রেশন করতে না পারা এসব মাদরাসার তথ্য চেয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত গুগল ফরমে এ মাদরাসাগুলোর তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে প্রধানদের।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

অধিদপ্তরের পরিদর্শক মুহম্মদ হোসাইন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, দাখিল ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের তথ্য নৈপুণ্য অ্যাপে রেজিস্ট্রেশন করে পাঠানোর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। তবে এখনো যেসব মাদরাসাপ্রধান নৈপুণ্য অ্যাপে রেজিস্ট্রেশনের জন্য প্রতিষ্ঠানের নির্ধারিত মোবাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ডের এসএমএস পাননি সেসব মাদরাসাপ্রধানকে নির্ধারিত লিংকে (https://forms.gle/mhjxVLivzwdrx4vR7) প্রবেশ করে ৫ ডিসেম্বরের মধ্যে মাদরাসার তথ্য পাঠানোর জন্য বলা হলো।

জানা গেছে, নির্ধারিত লিংকে প্রবেশ করে মাদরাসা এমপিওভুক্ত না ননএমপিও, বিভাগ, জেলা, থানা, মাদরাসার নাম, ইআইআইএন, সুপার বা অধ্যক্ষের নাম, ইনডেক্স নম্বর, এনআইডি নম্বর, মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস অন্তর্ভুক্ত করতে হবে নৈপুণ্য অ্যাপে রেজিস্ট্রেশন করতে না পারা মাদরাসাগুলোকে।

0Shares