দাখিল অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুলাই ২১, ২০২২, ৭:৩০ অপরাহ্ণ / ৮৭৬
দাখিল অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি
0Shares

২০২২ সালের জেডিসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিভিন্ন মাদ্রাসায় দাখিল অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের ফের সুযোগ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। গত ২৩ জুন এসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশনের সুযোগ ছিল। কিন্তু বিলম্ব ফি দিয়ে আগামী ৩ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেয়া হয়েছে। বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

জানা গেছে, ৫০ টাকা বিলম্ব ফি দিয়ে ৩ আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশনের ফরম পূরণের সুযোগ পাবেন মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা। এ সময় পর্যন্ত ইএসআইএফ পূরণ ও সাবমিট করা যাবে। এর আগে ২১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত বিলম্ব ফিসহ টিটি স্লিপ প্রিন্ট ও জমা দেয়ার সময় নির্ধারণ করা হয়েছে। আর ৮ আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশনের কাগজ পত্র জমা দেয়া যাবে।

জানা গেছে, দাখিল অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে শিক্ষার্থীদের কাছ থেকে মোট ৬৪ টাকা ফি নেয়া হবে। এরমধ্যে রেজিস্ট্রেশন ফি বাবদ নেয়া হবে ৪০ টাকা আর রেডক্রিসেন্ট ফি বাবদ নেয়া হবে ২৪ টাকা। ৫০টাকা বিলম্ব ফি দিয়ে বর্ধিত সময়ে  রেজিস্ট্রেশনের ফরমপূরণে শিক্ষার্থীদের কাছ থেকে ১১৪টাকা নেয়া হবে।

নির্ধারিত ওয়েবসাইটে ইএসআইএফ পূরণ করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। দাখিল অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে শিক্ষার্থীদের জেডিসি পরীক্ষার বছর সর্বনিম্ন ১১ বছর হতে হবে।

0Shares