২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুলাই ২২, ২০২১, ৭:০১ পূর্বাহ্ণ / ১৪০৯
২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ
0Shares

করোনা ভাইরাসের থাবায় গত ১ বছরের বেশি সময় ধরে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এ পরিস্থিতিতে ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ২৪ সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেয়া হবে। চলতি বছরের (২০২১ সালের) দাখিল পরীক্ষার্থীদের প্রথম ৩ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীদের আগামী ৫ আগস্টের মধ্যে সুবিধাজনক সময়ে স্বাস্থ্যবিধি মেনে অ্যাসাইনমেন্ট জমা দিতে বলা হয়েছে।

অধিদপ্তরের ওয়েবসাইটে চলতি বছরের দাখিল পরীক্ষার্থীদের জন্য ৩ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, প্রথম সপ্তাহে ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য হাদিস শরিফ ও পদার্থবিজ্ঞান, ২য় সপ্তাহে ইসলামের ইতিহাস, তাজভীদ(হিফজুল কোরআন), তাজভিদ, নসর ও নজম, রসায়ন, উচ্চতরগণিত ও জীববিজ্ঞান এবং ৩য় সপ্তাহে হাদিস শরিফ ও পদার্থবিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।

অধিদপ্তর বলছে, ২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের পুনবিন্যাসকৃত পাঠসূচির আলোকে ৫ আগস্টের মধ্যে সুবিধাজনক সময়ে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে অ্যাসাইনমেন্ট সরাসরি বা অনলাইনে জমা দেবে। এ কার্যক্রম পরিচালনার জন্য সব মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের বলা হয়েছে।

২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য প্রণীত পূনর্বিন্যাসকৃত পাঠ্যসূচীর আলোকে তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখতে ক্লিক করুন এখানে 

0Shares