ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, রেজাল্ট দেখুন


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ণ /
ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, রেজাল্ট দেখুন
0Shares

ফাজিল (স্নাতক) পাস কোর্সের ২০২১ সালের তিন বর্ষের (প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

এর আগে গতকাল রোববার (১৫ অক্টোবর) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও রিটেইক) পরীক্ষা-২০২১ এর ফল সোমবার (১৬ অক্টোবর) প্রকাশ করা হবে। দুপুর ২টার পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল পাওয়া যাবে।

গত ২৯ জুলাই থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল পাস কোর্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের (নিয়মিত, অনিয়মিত ও রিটেক) পরীক্ষা পরীক্ষা শুরু হয়। ২৭ আগস্ট এ পরীক্ষা শেষ হয়।

রেজাল্ট দেখার নিয়ম :

ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও রিটেইক) পরীক্ষা-২০২১ এর ফলাফল আজ ১৬ অক্টোবর ২০২৩ তারিখ, সোমবার,দুপুর ২ টায় প্রকাশ করা হয়।

রেজাল্ট দেখার লিংক:

http://result.iau.edu.bd/

সম্মিলিত GPA সহ ফলাফল দেখার লিংক :

http://result.iau.edu.bd/academic_result

আলাদা আলাদা বর্ষের GPA দেখার জন্য:

http://result.iau.edu.bd/

0Shares