ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইনস্টিটিউটসমূহের পিএইচ.ডি., ডি.বি.এ. ও এম.ফিল. গবেষকদের থিসিস জমা, রেজিস্ট্রেশন ফিস ও ভর্তির ফিস জমা দেয়ার সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা-১) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইনস্টিটিউটসমূহের যে সকল পিএইচ.ডি., ডি.বি.এ. ও এম.ফিল. গবেষকদের ১৫ মার্চ-এর পর থেকে থিসিস জমা, রেজিস্ট্রেশন ফিস ও ভর্তির ফিস জমা দেয়ার তারিখ নির্ধারিত ছিল, জরিমানা ব্যতীত তাঁদের থিসিস জমা, রেজিস্ট্রেশন ফিস ও ভর্তির ফিস জমা দেয়ার সময়সীমা ৩১/৭/২০২০ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো।
শিক্ষা সংবাদ পাঠকের জন্য ঢাবি’র ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি তুলে ধরা হলো।
বিজ্ঞপ্তি দেখুন নিচে :