ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ 


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২০, ৮:০৪ পূর্বাহ্ণ / ৩৬৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ 
0Shares

করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে ও উদ্ভুত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অনির্দিষ্টকালের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা ও আবাসিক হল সমূহ বন্ধ থাকবে। পুনরায় ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার অন্তত ৩ দিন পূর্বে বিশ্ববিদ্যালয়ের সকলকে জানানো হবে। তবে জরুরী ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় চিকিৎসা কেন্দ্র এবং নিরাপত্তা প্রহরী স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক দায়িত্ব পালন করবেন। এই ছুটিকালীন সময়ে শিক্ষার্থীদের আচরণের সকল শিষ্টাচার অনুসরণ করে নিজ নিজ ঘরে অবস্থানের জন্য পরামর্শ দেওয়া হলো।

শিক্ষা সংবাদ পাঠকের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত ছুটির প্রজ্ঞাপনটি তুলে ধরা হলো।

বিজ্ঞপ্তি দেখুন নিচে :

0Shares